খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

যশোরে ক্যাডেট মেস থেকে ল্যাপটপ চুরি, আটক ১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিমান বাহিনীর ঘাঁটি অফিসার্স ক্যাডেট মেস থেকে এইচপি ল্যাপটপ চুরির অভিযোগে বেসামরিক কর্মচারী আবু সায়েমকে আটক করেছে পুলিশ। সায়েম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহেলা গ্রামের জহির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় সোমবার রাতে বিমান বাহিনী যশোরের ওয়ারেন্ট অফিসার ও প্রশাসনিক সহকারি খালেদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, আবু সায়েম বাংলাদেশ বিমান বাহিনী অফিসার্স ক্যাডেট মেসে দায়িত্বরত ছিলেন। এ অবস্থায় গত ৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে বিমান বাহিনীর ঘাঁটি অফিসার্স ক্যাডেট মেসের ১নং স্কোয়াড্রনের নিচতলার ১০৮ নম্বর কক্ষ থেকে একটি সরকারি এইচপি ল্যাপটপ, যার মডেল নং এইচপি কোর আই-৫, মাউস-১টি, চার্জার ১টি ব্যাগসহ চুরি হয়। যার মূল্য ১ লাখ টাকা।

জানা গেছে আটক সায়েমের কাছে সদর উপজেলার ফরিদপুর গ্রামের আলতাপ হোসেনের ছেলে আব্দুর রহিম মিন্টু ১ লাখ টাকা পেতেন। পাওনা টাকা পরিশোধের জন্য আবু সায়েম ওই ল্যাপটপটি চুরি করে আব্দুর রহিম মিন্টুর কাছে হস্তান্তর করেন। কিন্তু মিন্টুর জানা ছিল না ল্যাপটপটি চোরাই। পরবর্তীতে ল্যাপটপটি ওই কক্ষে দেখতে না পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কর্তৃপক্ষ সম্ভাব্য সবস্থানে খোঁজাখুজি করে না পেয়ে অবশেষে ১৩ নভেম্বর সিসিটিভি ফুটেজ দেখে আবু সায়েমকে চিহ্নিত করে। বিমান বাহিনীর তদন্তদল আসামি আবু সায়েমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন। তার দেয়া তথ্য মতে রোববার রাত সাড়ে ৯ টায় আব্দুর রহিম মিন্টুর বাড়ি থেকে চোরাই ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ মামলায় কোতোয়ালি থানা পুলিশ সায়েমকে আদালতে সোপর্দ করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!