খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা
  কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা
  এস কে সুর চৌধুরীর স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ
  রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  চ্যানেল ওয়ান সম্প্রচারে বাধা নেই : আপিল বিভাগ

যশোরে কার চাপায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-নড়াইল সড়কের হামকুড়া ব্রিজের কাছে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। নিহত হাবিব (১৫) যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা বিসিক এলাকার নাসিম রেজার ছেলে। আহত অপর দু’জন হচ্ছে বালিয়াডাঙ্গার টিপু সুলতানের ছেলে তামিম (১৪) ও একরামুল হকের ছেলে রাকিবুল ইসলাম (১৫)।

প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেলে ৩ আরোহী যশোর থেকে নড়াইলের দিকে যাচ্ছিল। পথে বাউলিয়া হামকুড়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি লাল রংয়ের প্রাইভেট কার দ্রুতগতিতে তাদের মোটরসাইকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি উল্টে গেলে প্রাইভেটকার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিব ঘটনাস্থলে নিহত ও অপর দু’জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত দু’জনের মধ্যে রাকিবুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর হামিদ উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!