যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার ব্যাপকভাবে কমেছে। তবে এসময়ে আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে দু’জন মারা যান। এদিন ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে রোববার ভর্তি রয়েছেন ১৩৪ জন ও ইয়েলোজোনে ৬৫ জন। এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪০৬টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত যশোরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৯৯৬ জন ও মারা গেছেন ২৬৯ জন। এদিন করোনা নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ১৪ শতাংশ। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। গত মে মাসের শেষ দিকে যশোরে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে ছিল। এই হার কোনদিন ৫০ শতাংশও অতিক্রম করেছে।
খুলনা গেজেট/ টি আই