যশোরে জালিয়াতি ও সহযোগিতার অভিযোগে সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) এবং সাব রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের চৌরাস্তা মোড়ের মৃত স্বপন কুমার মোদকের ছেলে অমিত কুমার মোদক বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, সাবেক সহকারী কমিশনার সৈয়দ জাকির হোসেন, সাবেক সাব রেজিস্ট্রার চন্ডীদাস সাহা, সাবেক পৌর ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌরাস্তার রাজ কুমার রায় এবং তার তিন ছেলে দিলীপ কুমার রায়, দীলিপ কুমার রায় ও নিখিল কুমার রায়।
মামলায় বাদী উল্লেখ করেছেন, স্বপন কুমার মোদক স্ত্রী ও দু’ নাবালক ছেলে রেখে মারা যান। তাদের বসতবাড়ি শহরের বারান্দি মৌজার হাল ১৫০৭ দাগের ২.৩৪ শতক জমির ওপর। স্বপন কুমার মোদক মারা যাওয়ার পর থেকে রাজ কুমার ও তার ছেলেরা ওই জমি দখলের জন্য নানা ষড়যন্ত্র করতে থাকেন। গত ১৪ অক্টোবর রাজ কুমার ও তার ছেলেরা মৃত স্বপন কুমার মোদকের বাড়িতে গিয়ে তার স্ত্রী-ছেলেদের জায়গা ছেড়ে দিতে বলেন। ওই সময় তারা একটি দলিল দেখিয়ে দাবি করেন বাদীর মা ২০০৮ সালে ওই জমি তাদের কাছে বিক্রি করেছেন।
প্রকৃত পক্ষে আসামিরা জালিয়াতি করে তার মায়ের স্বাক্ষর জাল করে এ দলিল তৈরি করেছেন। জাল এ দলিল তৎকালীন সাব রেজিস্ট্রার রেজিস্ট্রি ও ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় আসামিরা সহকারী কমিশনার ভূমির কাছ থেকে নাম পত্তন করে নেন।
আসামিরা কর্মকর্তাদের সহযোগিতায় জালিয়াতির আশ্রয় নিয়ে ওই দলিল রেজিস্ট্রি ও নামপত্তন করেন অভিযোগে তিনি এ মামলা করেছেন।