মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে তিয়ানশি (বিডি) কোম্পানী লিমিটেড বিভিন্ন খাদ্যপণ্য ওষুধ হিসেবে বিক্রি এবং আড়ালে এমএলএম ব্যবসার অপরাধে যশোর সদরের কনশাস ট্রেডার্সের মালিক ও সহযোগীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার ১২ নভেম্বর সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত র্যাব-৬ যশোর ক্যাম্পের সমন্বয়ে একটি অভিযান দল ওই কোম্পানীতে অভিযান চালায়।
এ সময় কোম্পানীর মালিক যশোরের মণিরামপুর উপজেলার আটঘরা খাঁ পাড়ার মৃত মনির উদ্দিন খানের ছেলে আব্দুর রহিম খান ও তার সহযোগী যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল গফুরকে আটক করে। পরে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই