জমি বিক্রির কথা বলে প্রতারণার মাধ্যমে দু’লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জোসনা খাতুন নামে এক ভাতিজী। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
লিখিত বক্তব্যে জোসনা খাতুন বলেন, তার পিতা রেজাউল ইসলাম ১৯৯৬ সালে বড় চাচা ইসমাইল হোসেনের কাছ থেকে আট শতক জমি ক্রয় করেন। কিন্তু তাকে মাত্র তিন শতক জমি বুঝিয়ে দিয়ে বাকি পাঁচ শতক জমি নিজ দখলে রেখে দেন। এক বছর আগে চাচা ইসমাইল হোসেন দু’লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে আবারও পাঁচ শতক জমি বিক্রি করেন তার পিতার কাছে। কিন্তু ক্রয়কৃত জমি রেজিস্ট্রি করে না দিয়ে চাচা বিভিন্ন তালবাহানা শুরু করেন। পরে রেজিস্ট্রি অফিস থেকে তারা ওই জমির কাগজপত্র তুলতে গেলে জানতে পারেন ওই জমি চাচা ১৯৯৬ সালেই তার পিতার কাছে বিক্রি করে দিয়েছেন। এতো বছর চাচা ইসমাইল হোসেন জমিটি অবৈধভাবে দখল করে আছেন। এরপর তারা জমি ক্রয়ের টাকা ফেরত ও জমির দখল চাইতে গেলে চাচা ইসমাইল হোসেন ও চাচাতো ভাই হাফিজুর রহমানসহ পরিবারের সকলে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। ইতিমধ্যে তাদের পরিবারের নামে দু’টি মিথ্যা মামলা করেছেন চাচার পরিবার। যার নম্বর-৩১৭/২২ ও ৪০৪/২২। তিনি সংবাদ সম্মেলনে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।
খুলনা গেজেট/ টি আই