যশোর শহরের কারবালা ওয়াপদা গ্যারেজ মোড়ে মেসার্স কেয়া মেডিকেল স্টোরে এইস সিরাপের মূল্য ২০ টাকার স্থলে ৩৫ টাকা লিখে বিক্রির দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১২টায় অভিযান চালিয়ে দোকান মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
এছাড়া, ডাক্তার না হয়েও প্রেসক্রিপশন প্যাডে নিজেকে ডাক্তার উল্লেখ করেন ওই দোকানী। একইসাথে খড়কির আপন মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে ময়দার খামি মিশ্রণ ও ক্ষতিকর উপাদান মিশিয়ে ফুচকা তৈরির দায়ে শরীফ ফুচকা কারখানা মালিককে দু’হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সয়াবিন তেলের মূল্য যাচাই করতে বেগম মিলস্ এবং মিরাপুর কুন্ডু অয়েল মিলে তদারকি করে সবকিছু স্বাভাবিক পান ভোক্তা অধিকারের সহকারী উপরিচালক।
অভিযানকালে উপস্থিত ছিলেন র্যাবের যশোর সদস্য আব্দুর রকিব সরদার ও পুলিশের সদস্যরা।
খুলনা গেজেট / আ হ আ