যশোরে ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই ইজিবাইক উদ্ধার হয়েছে।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণপুকড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে যশোর শহরের খড়কী কলাবাগান এলাকার শান্ত ইসলাম, শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান, ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কবীর হোসেন ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে রমজান আলী।
ডিবি পুলিশ জানায়, ২৫ সেপ্টেম্বর দুপুরে যশোর সদর উপজেলার হালসা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মিল্টন মিয়া ইজিবাইক শহরের জজকোর্ট মসজিদ গলিতে রেখে চা খেতে যান। কিছু সময় পরে এসে তিনি দেখেন ইজিবাইকটি নেই। এ বিষয়ে তিনি পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার ও শুক্রবার দিন ও রাতব্যাপী অভিযান চালিয়ে ওই চার আসামিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চোরাই ইজিবাইক উদ্ধার হয়।
খুলনা গেজেট/এসজেড