খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা
  ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

যশোরে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর আত্মসমর্পণ, আদালতে স্লোগান

গেজেট ডেস্ক

যশোর জেলা জজ আদালতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬৯ জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। পরে আদালতের বিচারক আত্মসমর্পণকারীদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরের সদর উপজেলা, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা থেকে আদালতে উপস্থিত হয়ে স্বেচ্ছায় আত্মসর্ম্পণ করেন আওয়ামী লীগের ওইসব নেতাকর্মী।

এদিন একযোগে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ প্রভৃতি স্লোগান দিয়ে তারা আদালতের এজলাসে প্রবেশ করেন। বিচারকের আদেশের পরও তারা স্লোগান দিতে দিতে পুলিশের প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তারপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠন করা হয়। কার্যত এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা ও ধরপাকড় শুরু করে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত সারা দেশ থেকে দলটির কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যশোরে চিত্রও এর ব্যতিক্রম নয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ যশোর সদরের ২০ জন, অভয়নগরের ১০৫ ও বাঘারপাড়ার ৪৪ জনসহ মোট ১৬৯ জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসর্ম্পণ করেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ঢালাওভাবে মামলা ও গণগ্রেফতারের পরিপ্রেক্ষিতে দলটির নেতাকর্মীরা আদালতে আত্মসর্ম্পণ করে স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে দলটির আরো নেতাকর্মী এভাবে আত্মসমর্পণ করবেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!