যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান সরদার বড় অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে । বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৮ জুলাই গভীররাতে অভয়নগর উপজেলার তালতলা এলাকার পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ খবরে স্থানীয়রা এক হয়ে তাদেরকে ধাওয়া করে। হাসান সরদার বড়কে গ্রামবাসী একটি একনালা বন্দুকসহ আটক করে।
এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা হানিফ নামে এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসানকে গণপিটুনি দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করে। এ ঘটনায় এসআই মোস্তাফা হাবিবুল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৯ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয় তদন্ত কর্মকর্তা। বুধবার এ মামলার রায়ে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
খুলনা গেজেট/ এসজেড