যশোরের অর্ধশতাধিক মামলার আসামি ও চিহ্নিত প্রতারক সজিব ইখতেয়ারকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ।তিনি
বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও খাজুরার সজিব জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক।বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাপাড়ার থানার (ওসি) তদন্ত মকবুল হোসেন। তিনি জানান, সজিবের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় ২২টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি আটটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।তিনি আরও জানান, সজিব দেশের বিভিন্ন জেলায় নানা ধরণের প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অনেক সময় পাওনাদারদের উপর হামলাও চালিয়েছে। টাকা চাওয়ায় হত্যার হুমকিও দিয়েছেন তিনি।এসব অভিযোগে দেশের কমপক্ষে ২০ জেলায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১টায় তারা জানতে পারেন সজিব বাঘারপাড়ার নিজ বাড়িতে অবস্থান করছেন। তাৎক্ষনিক তারা অভিযান চালিয়ে সজিবকে আটক করেন।
এ বিষয়ে যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন বলেন,যশোরের বাঘারপাড়া থানায় তার বিরুদ্ধে ৩৯টি মামলা রয়েছে এছাড়া অন্য উপজেলাসহ বরিশাল,ঝালকাঠি,ফরিদপুর, জামালপুর,মাদারীপুর, বরগুনাসহ বিভিন্ন জেলা অন্তত আরও ৪০/৫০টি মামলা রয়েছে বলে তারা জানতে পেরেছেন।তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে তিনি জানান।
খুলনা গেজেট/ বিএমএস