যশোরের মুড়লি রেলক্রসিংয়ে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। এ ঘটনায় যশোর থেকে খুলনার সাথে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি ট্রাক বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে মুড়লী রেলক্রসিং দিয়ে রাজশাহী থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের গেট খোলা থাকায় ট্রাকটি ট্রেন লাইনে উঠে যায়। এসময় ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক আকবর আলী (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁপাইনবানগঞ্জ শহরের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। আহত হন অজ্ঞাত পরিচয়ের হেলপার। তিনি অচেতন অবস্থায় থাকায় তার পরিচয় জানা যায়নি।
এ ঘটনার পর থেকে যশোর হয়ে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানিয়েছেন। তিনি বলেন, সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে। এ কারণে ট্রেনটি ঘটনাস্থলেই দাড়িয়ে রয়েছে।
খুলনা গেজেট/এনএম