যশোরে বিএনপির জনসমাবেশে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। শহরের ভোলা ট্যাংক রোডে জনসমাবেশ শনিবার দুপুর তিনটার দিকে শুরু হয়।
পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মেঘ-বৃষ্টি উপেক্ষা করে জড়ো হয়েছেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।
বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাব, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি, যুবদল ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
যশোরে বিএনপির সমাবেশ বিকাল ৩ টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়। এসব নেতাকর্মীদের হাতে পতাকার সঙ্গে লাঠি-সোঁটা বহন করতে দেখা গেছে।
এদিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা সমাবেশস্থল ও এর আশপাশে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে।
এছাড়া দেশের ১৫ জেলা ও মহানগরে শনিবার জনসমাবেশ করছে বিএনপি।
খুলনা গেজেট/ এসজেড