খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

যশোরের বাগআঁচড়ায় ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু, হাসপাতাল সিলগালা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের পর ভুল চিকিৎসায় এক প্রসুতির মৃত্যু হয়েছে। এ অভিযোগে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি কাজী শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের আখি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত আল-মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটেছে। প্রসুতি নাসরিন আক্তার (২০) ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী গ্রামের রিপন হোসেনর স্ত্রী।

নাসরিনের স্বামী রিপন হোসেন বলেন, রোববার সকালে তার অন্তঃসত্বা স্ত্রীর সিজার করা হয় আল মদিনা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। সিজারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটি সুস্থ্য আছে। তবে সিজারের পরই নাসরিনের অবস্থা খারাপ হতে থাকে। তখন দ্রুত তাকে হাসপাতাল কর্তৃপক্ষ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা নেয়ার পথেই নাসরিনের মৃত্যু হয়।

তিনি বলেন, মদিনা প্রাইভেট হাসপাতালে অপারেশন করেন ডা: মমতাজ মজিদ। ওই সময় অপারেশন থিয়েটারে কোন অজ্ঞান করা চিকিৎসক ছিলেন না। ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি এ মৃত্যুর বিচারের দাবি জানান।

এদিকে, এ সংবাদের ভিত্তিতে রোববার রাতেই যশোরের সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউসুফ আলি ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম মদিনা হাসপাতালে অভিযান চালান ও হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইউসুফ আলি বলেন, ওই বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। প্রসুতি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অবৈধ হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মদিনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বলেন, ওই রুগিনীর হার্টে সমস্যা ছিল, তাই এমনটি হয়েছে। এর বাইরে তিনি কিছু বলতে রাজি হননি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!