বাগেরহাট জেলার মোল্লাহাটে গরু বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে কাবিল (৩৫) নামের এক যুবক নিহত। বৃহস্পতিবারম (১৯ জুন) দুপুর ৩ টায় আজিজ মোল্লার ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাবিলের বাড়ি মোল্লাহাট উপজেলার কাহাল পুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি গরু ভর্তি ট্রাক মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে আজিজ মোল্লার ঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রাকটি উল্টে যায় এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে কাবিল মারা যায়। এতে ট্রাকের ড্রাইভার ও হেল্পার দুজনেই আহত হান। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের নিকটতম হাসপালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
মোল্লাহাট হাইওয়ে থানার এসআই ফয়েজ আহমেদ বলেন, আহতদের মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।
খুলনা গেজেট/এএজে