মেহেরপুর পৌর শহরের তাঁতিপাড়ায় নিজের বাড়ির সামনে ফারুক হোসেন (৩৯) নামের সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ফারুক হোসেন শহর সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী এবং তাঁতিপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। তাঁর দুটি ছেলে আছে। তাঁর বড় ছেলের নাম নাহিদ মিয়া (১২) ও ছোট ছেলের নাম নবাব আলী (৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ১১টার দিকে সদর থানার মোড়ে একটি দোকান থেকে মশার কয়েল কিনে বাড়ি ফিরছিলেন ফারুক হোসেন। বাড়ির কাছাকাছি আসার পর কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার ঘাড়, পিঠ ও পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ফারুক হোসেন মারা গেছেন। তাঁর ঘাড়, পিঠ ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের আলামত উদ্ধারে অভিযান চলছে। খুব দ্রুত অপরাধীদের খুঁজে বের করার জন্য জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনা খুব গুরুত্বসহকারে দেখছে।
খুলনা গেজেট/এনএম