মেহেরপুর গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আবু সালেহ মোহাম্মদ নাজমুল হকের অস্থায়ী নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নির্বাচনী অফিসের দ্বায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটাতে পারে সে ব্যাপারে নিশ্চিত নয় স্থানীয় লোকজন।
মেহেরপুর-২ (গাংনী) আসনের নৌকার প্রার্থী এস.এম নামজুল হক বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিতে পারে। নৌকার ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট দানে বিরত রাখা যাবে না। তবে কে বা কারা আগুন দিতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।