খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

‘মৃত্যুর খবর’ গুজব, বেঁচে আছেন হিথ স্ট্রিক

ক্রীড়া প্রতিবেদক

মারা যাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। পুরো ক্রিকেট বিশ্ব সয়লাব হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর। এমনকি রয়টার্স ও বিভিন্ন এজেন্সিসহ আন্তর্জাতিক অনেক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করে। তবে সর্বশেষ খবর অনুযায়ী তিনি এখনও বেঁচে আছেন।

মূলত স্ট্রিকের মৃত্যুর খবরটি গুজব ছিল। তারই সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইট থেকেই স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সেখানে তিনি শোকও প্রকাশ করেন। কিছুক্ষণ পরই টুইটটি মুছে ফেলেন হেনরি।

এরপর স্ট্রিকের আরেক সতীর্থ ও জিম্বাবুয়ের কিংবদন্তি স্পিনার রেইমন্ড প্রাইসও ফেসবুকে স্ট্রিকের বেঁচে থাকার খবর নিশ্চিত করেন। স্ট্রিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ফেসবুকে ও অন্যান্য জায়গায় লোকে যেমনটি বলছেন, আসলে হিথ স্ট্রিক কিন্তু বিদায় নেননি। সত্যি বলতে, আমরা এখন একসঙ্গে তার বারান্দায় বসেই চা পান করছি ও সূর্যোদয় দেখছি।’

যদিও স্ট্রিকের মৃত্যুর খবর বিশ্বাসযোগ্য হওয়ার যথেষ্ট কারণ ছিল।

গত মে মাসে জানা যায়, কোলন ও লিভারের ক্যান্সারে আক্রান্ত তিনি। এমনকি তখনই জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, ‘মৃত্যুর খুব কাছে’ আছেন স্ট্রিক। পরিবার থেকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।

স্ট্রিকের মৃত্যুর খবরে জিম্বাবুয়েসহ বিশ্বজুড়ে ক্রিকেটাররা শোক প্রকাশ করে টুইট করেছিলেন। এবার বেঁচে থাকার খবরে তারা স্বস্তি প্রকাশ করছেন। এদের মধ্যে অন্যতম জিম্বাবুয়ের ক্রিকেটার শন উইলিয়ামস। গত মে মাসে তিনিই জানিয়েছিলেন স্ট্রিকের ক্যান্সার চতুর্থ পর্যায়ে আছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!