পোর্ট এলিজাবেথ টেস্টে মুশফিকের বিলাসী রিভার্স সুইপ বাংলাদেশের ফলো অন এড়ানোর সুযোগ হাতছাড়া করিয়েছে, শেষপর্যন্ত যে ম্যাচে মেনে নিতে হয়েছে অসহায় পরাজয়। ইয়াসির আলী সাজঘরে ফিরলেও অর্ধশতক হাঁকিয়ে মুশফিক তখন দেখাচ্ছিলেন ফলো অন এড়ানোর স্বপ্ন। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির তখন বাকি আর মাত্র কয়েক মিনিট। এমন পরিস্থিতিতে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন সিমন হার্মারের বলে।
মুশফিকের উচ্চাভিলাষী সেই শটে বাংলাদেশের ইনিংস বেশি দূর যায়নি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মুশফিকের এই শট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
তবে ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল হক আগলে রাখলেন দলের এই সিনিয়র ক্রিকেটারকে। তিনি বলেন, ‘ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি; যেসব খেলাই হয়… আপনারা হয়ত এটা নিয়ে খুব বেশি কথা বলছেন। আপনারা বলতেই পারেন। রিভার্স সুইপ তো ক্রিকেটেরই একটা শট। তাই না? ক্রিকেটের বাইরের কোনো শট তো না। এই শট তো উনি খেলতেই পারেন। উনার গেম প্ল্যানে যদি থাকে এটা খেলবেই। এমন না যে এটা খেলে রান করেনি বা খুব অসফল। উনি এটা করেই রান করে। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিৎ। আমি উনাকে সাপোর্ট করি এটা নিয়ে।’
একাধিকবার মুশফিকের রিভার্স সুইপ নিয়ে প্রশ্ন শুনে বিব্রত মুমিনুলের অনুরোধ, মুশফিকের রিভার্স সুইপকে যেন প্রশ্নবিদ্ধ করা না হয়। তিনি জানান, ‘এই শট খেলে উনি কিন্তু সফল। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমি আপনাদের অনুরোধ করি… আপনারা অনুরোধ মানলে বাংলাদেশ দলের জন্য ভালো। সিরিয়াসলি। আপনারা জিনিসটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে থাকলে, উনাকে অনেক বেশি বলতে থাকলে উনার জন্য খারাপ, দলের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। উনি শটটা খেলে, এই শট খেলেই সফল হয়।’
খুলনা গেজেট/এএ