ডুমুরিয়ায় মৎস্য ঘেরের আইলে অসময়ে আমে ছেয়ে গেছে গাছ। উপজেলার মাধবকাটি গ্রামের তরুণ কৃষক মিঠুন মন্ডলের ঘেরে গিয়ে দেখা যায় এ চিত্র। এক গাছের আমই লাখ টাকায় বিক্রির স্বপ্ন দেখছে মিঠুন।
জানা যায়, কৃষক মিঠুন মন্ডল ২০১৬ সালে বাগান করার জন্য খুলনার বেজেরডাঙ্গা এলাকা থেকে ১শটি আমের চারা নিয়ে তার মৎস্য ঘেরের আইলে রোপন করেন। তার রোপনকৃত আম গাছ গুলোর মধ্যে একটি গাছে সারা বছর আম ধরে। বারো মাসই এ গাছটিতে কখনো মুকুল, কখনো গুটি গুটি আম আবার কখনো বড় বড় আম দেখা যায়।
এবছর এ গাছটিতে গত দুই মাস আগে মুকুল দেখা যায়। মুলত এ সময় গাছে গাছে মুকুল ধরার সিজন হলেও বর্তমানে তার এ গাছটিতে আমে ছেয়ে গেছে। প্রতিটি থোকায় ১৫-২০টি আম হয়েছে এবং ইতোমধ্যে আম গুলো পেকে যাওয়া শুরু করেছে। প্রতিটি আমের ওজন প্রায় ২/৩শ গ্রাম হয়েছে এবং এ আমে আশের পরিমানও খুব কম। খেতেও সুস্বাধু। অসময়ে আম পাওয়া যাওয়ায় দাম পাওয়া যাচ্ছে বেশি এবং বাজারে প্রচুর চাহিদাও রয়েছে এ আমের। ধারণা করা হচ্ছে এবছর এই একটি গাছ থেকেই প্রায় লাখ টাকার আম বিক্রি হবে।
কৃষক মিঠুন মন্ডল বলেন, গাছটিতে বারো মাস মুকুল আসার কারণে তিনি পুরো বছরই এ গাছ থেকে আম বিক্রি করেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, মিঠুন মন্ডল আমাদের একজন তরুণ উদ্যোক্তা। তাকে কৃষি ঋণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ ও সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে। তার মাধ্যমে বারো মাসি আমের চারা তৈরির ব্যবস্থা করা হচ্ছে। এটি সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এটি সারাদেশে ছড়িয়ে দিতে পারলে বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও সারাবছর আম পাওয়া যাবে।