খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

মিরাজের অনবদ্য সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

মেহেদি হাসান মিরাজের অনবদ্য সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের ৭৯তম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ।

চোটের কারণে দলে নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। জ্বরে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যান আরেক ওপেনার লিটন কুমার দাস। দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলের ত্রাতার ভূমিকা পালন করতে নেমে ইতিহাস গড়েছেন মিরাজ।

মিডলঅর্ডারে ব্যাটিংয়ে পারদর্শী এই অলরাউন্ডার ক্যারিয়ারে দ্বিতীয়বার ওপেন করতে নেমে অবিশ্বাস্য সুন্দর ইনিংস খেলেন।

ওপেনিংয়ে মোহাম্মদ নাইম শেখের সঙ্গে ৬০ বলে ৬০ রানের জুটি গড়েন মিরাজ। ৩২ বলে ২৮ রান করে ফেরেন নাইম। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফেরেন তাওহিদ হৃদয়।

৬৩ রানে দুই উইকেট পতনের পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে দলের হাল ধরেন মিরাজ। তৃতীয় উইকেটে তারা ১৮১ বলে ১৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। এই জুটিতেই জোড়া ফিফটি হাঁকান তারা।

মিরাজ নিজের ফিফটির ইনিংসটাকে টেনে সেঞ্চুরিতে পরিনত করেন। ১১৫ বলে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে ক্রিকেট ক্যারিয়ারের তৃতীয় এবং ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ৮৩ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন। আর টেস্টে ২০২১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৮ বলে ১৩টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রানের ইনিংস খেলেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!