এক প্রান্তে দাঁড়িয়ে তাওহিদ হৃদয়, অন্য প্রান্তে একের পর এক ফিরছেন তাঁর সঙ্গীরা। সর্বশেষ সে মিছিলে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ফিরেই আঘাত করলেন ফজলহক ফারুকি।
রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটা যেভাবে প্রত্যাশা করেছিলেন মিরাজ, সেভাবে ওঠেনি। আফগানিস্তানের আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফউদ্দৌলা। এবার মিরাজ রিভিউ করেছিলেন, কাজে আসেনি সেটি। ২৩ বলের সংগ্রাম শেষ হয়েছে মিরাজের, করেছেন ৫ রান। ১৩৯ রানে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ, বাকি এখনো ১৭ ওভার।
পুরো ৫০ ওভার খেলতে পারবে বাংলাদেশ? এ প্রশ্নটিই এখন সামনে আসার কথা। হৃদয়কে সঙ্গ দিতে এসেছেন তাসকিন আহমেদ, যাঁর গড় ৭-এর একটু বেশি।
এর আগে আফগান স্পিনারদের সামনে ধসে পড়ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং লাইনআপ। মাঝে মূল স্কোয়াডের বাইরে থাকা আফিফ এই সিরিজ দিয়ে ফের দলে ফিরেছিলেন। কিন্তু তিনিও তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে পারেননি। রশিদের লেগ স্পিন ব্যাকফুটে ভর করে ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন আফিফ, তবে মিস করে যান। আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক তাতে সাড়া দেননি। তবে আফগানিস্তানের রিভিউ কাজে লেগে গেল দারুণভাবে!
ট্র্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্পের ভেতরে পড়া বলটি স্টাম্পেই আঘাত করতো। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে ৪ রান করা আফিফও এবার রশিদের শিকার। ১২৮ রানেই বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছে। দ্বিতীয় উইকেট তুলে নিলেন রশিদ।
খুলনা গেজেট/এসজেড