খুলনায় পাইকগাছায় মৃত মায়ের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মেয়ে আছমা বেগম(৫৫) এর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাতিখালি গ্রামের শেখ জাফর আলীর স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, আছমা বেগমের মা গত বছর মুত্যুবরণ করেছিল। এক বছর পর শুক্রবার দুপুরে মায়ের কুলখানিতে যোগদিতে উপজেলার হরিঢালী ইউনিয়নের দরগামহল গ্রামে পিত্রালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর ব্যাটারী চালিত ভ্যান যোগে পাইকগাছা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে অসাবধানতা বসত তার গলায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনার স্বীকার হন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেন। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ব্যপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়উর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ব্যাপারে তিনি কিছুই জানেন না। আর এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলেও জানান তিনি।
খুলনা গেজেট/ টি আই