খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

মায়াবী সৌন্দর্যে – স্বাধীন বাংলাদেশ

আবদুস সালাম খান পাঠান

১.
বাংলাদেশ আমার সবুজ বৃক্ষছায়া বনানী, তৃণলতা ঘেরা
পাহাড়, নদী, সাগর সৈকত সুন্দর-বনভূমি।
মাঠের সোনালি ফসলে, ফুলে ফুলে ভরা, বুকভরা
– ভালোবাসার খনি!!

কৃষ্ণচূড়া, লাল শিমুলের, কদম্বফুলের সৌন্দর্য শোভায়;
বসন্ত রঙিন প্রকৃতি, সুদৃশ্য, হৃদয় নন্দন ছবি,- কতো
– ভুবন মোহিনী!!

বসন্তে নতুন পুষ্পকুঁড়ির মেলা, বিলাস কেতন, দু’নয়নের
সুখের আবেশ প্রাণাধিক ভালোবাসা নিরন্তর।
সবুজ সুফসলে ভরা মাঠ, বিল হাওর, প্রান্তর-নদীতীর
শুকনো ধূধূ বালুচর।

ধানের কচিপাতা ডগাভরা সুন্দর সবুজাভ শ্যামলিমা
নয়নাভিরাম সৌন্দর্যে, প্রাণচেতনা উর্বর।
শস্যদানা, বনবীথি বকুলের গন্ধমাখা, শ্যামল বাংলা,
‘পেয়ারা, লেবু, আতা, লিচু ও ডালিমফুলের’ সুন্দর উদ্যান,
– প্রকৃতি প্রেমে অতি মনোহর।

ঘুঘু ডাকা, কোকিল ডাকা বনে, গ্রামের শৈশবস্মৃতি
পাখিদের এতো কলরব, কলগুঞ্জন! গোধূলি সন্ধ্যা ঘনায়ে
জোনাকিজ্বলা, সোনালি প্রহর।

২.
মায়াবী আকর্ষণে, আঁধার রাতে চাঁদতারা ঝলমল –
চরম-আনন্দ বিলাস,কৌতূহল!!
বসন্ত বাতাসে নতুন হিল্লোল, পত্রপল্লবে, নতুন গজানো
মুকুল; আম-কাঁঠালের বাগান, অপরূপ সাজে কত যে,
– বাসনা ব্যাকুল!!

বাংলার সাগর, পাহাড়, নদী, ঝর্ণার স্রোতধারা গতি,
জোয়ার ভাটা ঢেউ উত্তাল!
নীলাভ সাগর সৈকত বালুচরে, ঝিনুক, নুড়ি, পাথর
ভাসমান প্রবাল। নব চেতনায় –
– প্রানোচ্ছাসে, সৌন্দর্য-সুষমায় ভালোবাসা – আকুল।

স্বাধীনতা-শান্তি-সুখে, নব প্রাণ চৈতন্যে বাংলাদেশ
আমার প্রিয় জন্মভূমি; সুন্দর নিবাস
মায়াবী প্রেমের বন্ধন, রঙ তুলির আঁচড়!
– ভালোবাসার পুষ্প পরাগ।

মুক্ত স্বাধীন জীবন ধন্য সুখে, দেশপ্রেম গৌরবে,
– আবেগে, হৃদয়ের কতো সোহাগ!
বীর শহীদের আত্নত্যাগে, ঊষার সূর্যোদয়
কিরণে-এক উজ্জ্বল প্রহর সোনালি সুপ্রভাত!




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!