নড়াইলের আমবীল ডাঙ্গায় মার্কেট বিক্রয় না করা এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে দু’পক্ষের পূর্ব শত্রুতায় আরিফ খন্দকারকে হত্যা করা হয়। বুধবার (১৪ অক্টোবর) হত্যা মামলার মূল অভিযুক্ত বাবলু ও দিলু মোল্যাকে গ্রেপ্তারের পর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে র্যাব-৬।
গ্রেপ্তারকৃতরা হল- নড়াইলের কলিয়ার জামবিলডাঙ্গা এলাকার বাবলু মোল্যা (৫২), মোঃ দিলু মোল্যা (৩৬), আব্দুল ওহাব মোল্যার ছেলে এনামুল মোল্যা (২৮), মোঃ মশিয়ার মোল্যার ছেলে মোঃ বাদল মোল্যা (২২), মৃত মোনা মোল্যার ছেলে মশিয়ার মোল্যা (৫২) এবং একই এলাকার আব্দুল ওহাব মোল্যার ছেলে ইবাদ মোল্যা (৩৬)। গ্রেপ্তারকৃতদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরধরে গত ২৬ সেপ্টেম্বর অতর্কিত আক্রমন করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তীতে তারা আরিফ খন্দকারের মৃত্যু নিশ্চিত করে একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। অতঃপর স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গত ২/৩দিন যশোর ও নড়াইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরিফ খন্দকার হত্যা মামলার ছয় আসামীকে গ্রেপ্তার করে র্যাব-৬।
খুলনা গেজেট/এআইএন