খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সিএনজি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নাসির নামে এক সিনএজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নাসির উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি ও লোহাগড়া থেকে নড়াইল অভিমুখি একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নাসির নিহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেত নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ ও নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যানচলাচল সাভাভিক করে এবং সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার (টিএসআই) মো. লিয়াকত হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!