খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক
  শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক, চলছে জিজ্ঞাসাবাদ
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মাদক মামলায় মােঃ মতিয়ার রহমান গাজী ওরফে মতি গাজীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােঃ সাইফুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন। এছাড়া ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আদালতসূত্রে জানা যায়, রুপসা থানার মামলা নং-০৬, তারিখ-০৭/০১/২০১৯ ইং (জি.আর-০৬/১৯ রুপসা) মামলার এজাহারভুক্ত আসামী মতি গাজীকে ১২শ’ পিচ ইয়াবা নিজ হেফাজতে রাখার অভিযােগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬(১) টেবিলের ৯(খ) তে দোষী সাব্যস্ত করে এ দন্ড প্রদান করেন।

আরো জানা যায়, মতি গাজী রুপসা থানার বাগমারা এলাকার মৃত আঃ সামাদ গাজীর ছেলে। ২০১৯ সালের ৭ জানুয়ারি চর রুপসা ছাদভাঙ্গা বরফ কলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে ১২শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

উল্লেখ্য, এই আসামীর বিরুদ্ধে রুপসা ও পাইকগাছা থানায় একই ধরণের ১০টি মাদকের মামলাসহ সর্বমােট ১২টি মামলা আছে, রায় ঘােষণাকালে আসামী কোর্টে উপস্থিত ছিল। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!