মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শেখ নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তাকে সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, নাহিদ সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১১ সালের ২৭ ডিসেম্বর ফেন্সিডিল বিক্রির করার জন্য নাহিদ সাতক্ষীরা থেকে ৩০০ বোতল ফেন্সিডিল নিয়ে পিকআপযোগে খুলনা আসে। ওইদিন ময়লাপোতা এলাকা থেকে পুলিশ তাকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। পরে তাকে আসামি করে খুলনা থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করে।
মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামি শেখ নাহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে ২০ হাজর টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন।
প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় নাহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। আসামি প্রশাসনের চোখ ফাকি দিয়ে দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে থাকে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
খুলনা গেজেট/ এসজেড