মণিরামপুরে মাদকের টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারপিটসহ বসত ঘরে অগ্নিসংযোগ চালিয়েছে মাদকাসক্ত পুত্র। এ ঘটনায় এলাকাবাসীর সহযোগীতায় চাকু ও ইয়াবাসহ মাদকাসক্ত পুত্র শহিদুল (৩৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৯ ডিসেম্বর বিকেল ৫টার দিকে পৌর এলাকার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, জয়নগর গ্রামের এজাহার আলীর কাছে গরু বিক্রির টাকা আছে এমন খবর জানতে পারে তার মাদকসেবী পুত্র শহিদুল। এক পর্যায় তাকে মাদক সেবনের জন্য টাকা দিতে হবে মর্মে প্রথমে পিতা-মাতাকে চাপ সৃষ্টি করতে থাকে। এসময় মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল তার পিতা এজাহার আলী ও মাতা সোখিনা বেগমকে বেধড়ক মারপিট করলে মা সোখিনা জ্ঞান হারিয়ে ফেলেন। শুধু পিতা-মাতাকে মারপিট নয়, মাদকের টাকার জন্য নিজেদের বসতঘরে অগ্নিসংযোগ চালায় শহিদুল।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় পৌর কাউন্সিলর গোপাল মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই গ্রামবাসীর সহযোগীতায় মণিরামপুর থানা পুলিশ এসে মাদকসেবী শহিদুলকে আটক করে নিয়ে গেছে। স্থানীয়রা জানায়, মাদকের কারণে ইতিপূর্বে পুলিশ শহিদুলকে কয়েকবার আটক করাসহ ভ্রাম্যমাণ আদালতে তার জেল পর্যন্ত হয়েছে। মণিরামপুর থানার এস আই নাজমুস সাকিব বলেন, ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় একটি চাকু ও ১২পিস ইয়াবাসহ শহিদুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এ হোসেন