যশোরে মাদকদ্রব্য হেরোইনের পৃথক দুটি মামলায় শার্শা ও বেনাপোলের তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন পৃথক দু’টি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ (জেলা ও দয়ারা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শার্শার কায়বা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক, বেনাপোলের সাদীপুর মাঝেরপাড়ার মৃত আলী বক্সের ছেলে সিরাজুল ইসলাম কালু ও নড়াইল সদরের মির্জাপুর গ্রামের সামছুর রহমানের ছেলে শোয়াইব ওরফে শোয়েব। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা ও অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২ জানুয়ারি শার্শা থানা পুলিশ কায়বা গ্রামে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম রফিককে ৫শ’ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় এসআই বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেন। আসামি রফিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই মুরাদ হোসেন। মঙ্গলবার রায় ঘোষণার দিনে আসামির উপস্থিতিতে বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন।
এদিকে, ২০১৫ সালের ১৫ মে বেনাপোল পোর্ট থানা পুলিশ সাদীপুর গ্রামে অভিযান চালায়। এসময় সিরাজুল ইসলাম কালুকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে লুঙ্গির সাথে কোমরে বাধা এক কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই দীন মোহাম্মদ বাদী হয়ে আটক সিরাজুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলার তদন্তে উঠে আসে সিরাজুলের সাথে আরেক আসামি শোয়াইব এ হেরোইন কারবারের সাথে জড়িত। পরে তদন্ত কর্মকর্তা দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন এসআই মনিরুল ইসলাম। মঙ্গলবার মামলার রায় ঘোষণার দিনে দু’ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদন্ডের আদেশ দেন বিচারক।
খুলনা গেজেট/কেডি