অবিকল মানুষের দাঁতের মতো দাঁতওয়ালা এক মাছ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ধরা পড়েছে। বিরল জাতের ওই মাছের একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে।
এ জাতের মাছের নাম শিপহেড (ভেড়ার মাথা)। শিকারকে মুহূর্তে চূর্ণ করে দিতে এ মাছের মুখে কয়েক সারি মজবুত দাঁত রয়েছে। এসব দাঁত দেখতে হুবহু মানুষের দাঁতের মতো। ভেড়ার মাথার মতো দেখতে বলেই এ মাছের নাম শিপহেড ফিশ।
এর আগেও এ বিরল মাছের সন্ধান পাওয়া গেছে। এবার নর্থ ক্যারোলিনার বাসিন্দা নাথান মার্টিন এ মাছটি শিকার করেন। মাছটির ছবির সঙ্গে ‘বিগ টিথ বিগ টাইমস’ হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেন তিনি। মাছের এ ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে অনেকেই অবাক হয়ে মন্তব্য করছেন। আবার কেউ হাস্যরসের সুযোগও ছাড়ছেন না। এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘এই মাছের দাঁত আমার দাঁতের চেয়ে ভালো’। বিবিসির খবর।
প্রাণীবিজ্ঞানীদের মতে এ জাতের মাছ সর্বভুক। এ ধরনের দাঁত নানা ধরনের খাদ্য গ্রহণে সাহায্য করে। একেকটি শিপহেড মাছের ওজন ৭ কেজি পর্যন্ত হতে পারে।
খুলনা গেজেট/ টি আই