ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে আরিফুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লড়াইঘাট সীমান্তে ওপারে এই ঘটনা ঘটে। আরিফুল শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
তার স্বজন জানিয়েছে, গত রাতে উপজেলার লড়াইঘাট সীমান্ত দিয়ে আরিফুলসহ অন্তত ৭ জনের একটি দল ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন। ভোরে হাঁসখালি পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়, বাকিরা পালিয়ে আসতে সক্ষম হন।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গরু ব্যবসায়ী মমিনুল ও হযরতের নেতৃত্বে দল বেঁধে তারা গরু আনতে ভারতে গিয়েছিলেন।’
মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, ‘সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা জানার পরে হাঁসখালি পাখিউড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের বার্তা পাঠানো হয়েছে। বৈঠকে মরদেহ ফেরত নেওয়া হবে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি।
খুলনা গেজেট/ এসজেড