খুলনা, বাংলাদেশ | ৩১ আশ্বিন, ১৪৩১ | ১৬ অক্টোবর, ২০২৪

Breaking News

  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দিয়েছেন তিন বিচারপতি; অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা
  ৬ মাসের মধ্যে সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে হবে : হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ

মহেশপুরে অস্ত্র-গুলি-ফেনসিডিলসহ যশোরের দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

ঝিনাইদহের মহেশপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ যশোরের দুই সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে ।তাদের মধ্যে একজন আলমগীর হত্যা মামলার আসামি।

তারা হলো, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮) ও যশোর সদর উপজেলার রামনগর খাঁ পাড়া গ্রামের মহব্বত আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে, ঝিনাইদহ জেলার মহেশপুর বাজার এলাকায় যশোর থেকে মোটরসাইকেল যোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে আসছে।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলার জাগুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। এসময় আটক হয় মিলন হোসেন এবং ফরহাদ হোসেন নামে দু’জন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

র‌্যাব সদস্যরা তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, যশোর পুলিশ সূত্র জানিয়েছে আটক ফরহাদ হোসেন যশোরের রামনগর এলাকার যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলা অন্যতম আসামি। সে দীর্ঘদিন এ মামলায় পলাতক ছিল।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!