খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং
যশোর আইনজীবী সমিতির নির্বাচন

মহাজোট ও গনতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

যশোর প্রতিনিধি

আসন্ন যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মহাজোটে প্যানেল ও গনতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে নির্বাচন কমিশনার ইসমত হাসারের কাছে তারা মনোননয়ন পত্র জমা দেন। এসময় প্রার্থীদের পক্ষে স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন মহাজোট প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এসময় মহাজোট প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী, সিনিয়র আইনজীবী আব্দুল আলী, হারুন অর রশিদ, মাহাবুব আলম বাচ্চু, আবু বক্কর সিদ্দিকি, কাজী বাহাউদ্দিন ইকবাল, রফিকুল ইসলাম পিটুসহ সংগঠনের অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোটের প্যানেল সভাপতি পদে গাজী আব্দুল কাদির, সহসভাপতি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুুল ও জিএম আবু মুছা, সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কায়েস, সহকারী সম্পাদক পদে জাহিদুল ইসলাম সুইচ ও নাসির উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক শহিদুল ইসলাম (৬), কার্যকরি সদস্য রেজাউর রহমান, আব্দুল্লাহ আল মাসুদ, নব কুমার কুন্ডু, আরিফ শাহরিয়ার ও উদয়ন বিশ্বাস তাদের মনোনয়ন পত্র জমা দেন।

এরআগে, গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত সভাপতি প্রার্থী কাজী ফরিদুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সহ-সভাপতি শেখর চন্দ্র রায়, আজিজুর রহমান সাবু, বাসুদেব বিশ্বাস, স্বপ্না তরফদার, মোস্তফা হুমায়ুন কবির প্রমুখ।

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত। ১৫ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের নাম সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে টানানো হবে। ২০ নভেম্বর দুপুর ২ টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৮ নভেম্বর শনিবার সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সমিতির ভোটার সংখ্যা ৪৭৪ জন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!