পৃথিবীর সবুজ বৃক্ষছায়া, উজ্জ্বল গ্রহতারা, নীলাকাশ,
নির্মল-বাতাস, অন্ধকার রজনীর আলোকছায়ায় –
উর্ধাকাশ নীলিমায়, দয়াময় প্রভু, –
– আমি সদা আলোর দিশায় খুঁজে বেড়াই তোমায় …’
মনের আঁধার খুলে চাঁদের কিরণে; জ্যোৎস্না-হাসে,
চিরকাল, অনন্ত-অবলীলায়। -প্রভু, ক্ষমা, মহত্বে বাঁচাও আমায়।
প্রভু, কতো সুন্দর তোমার সৃষ্টি, বিশ্বজগত, ‘অসীম কুদরত,
ঝড়-বৃষ্টি মাটির সুফসল এ ধরায়’ –
কতো প্রকার শস্য, ফল ও ফুল পুস্প-পরাগ, সুগন্ধিভরা, নয়ন
মাঠ ঘাট, দর্শনীয় কানন; শুকনো ডালে বসন্তে –
ফোটে অপূর্ব সৌন্দর্যে – শ্বেতকাঞ্চন! অপার্থিব সুখে জাগে এই
– প্রকৃতি প্রেমের স্পন্দন।
সবুজ তৃণলতা ঘাসে, শীত সকালে কণা কণা শিশির বিন্দু
পত্র পল্লবে রূপালী রঙ ছড়ায়। হৃদয়ের নরম প্রশান্তি
আবেশে নয়নপ্রীতি প্রানান্ত ভালোলাগায় -!
পবিত্র রাখিও আমার হৃদয় হে প্রভু প্রজ্ঞাময়, মহান,
নাহি যেন থাকে কোনো বঞ্চনা, আমার সকল মকসুদে
– প্রার্থনায়। কবুল করো আমার হজ্জ, – প্রেমমায়ায়।
অকস্মাৎ কাঁদে যে মন পুন্য পথের দিশায় ,
জীবনের প্রান্ত সীমায়, কালের প্রবাহ গতি বেড়ে যায়।
তাকওয়া গুনে, মুছে দিও দেহ মনের সকল গুনাহ
আমার সালাতের আকুতি, মুনাজাতের সকল তওবায়।
ভাসমান সাম্পানে সাগরের উত্তাল ঢেউয়ে
সংশয়ে, মনের বাসনা যেন না হারায়।
সকল চাওয়া পাওয়া, তোমার কাছে প্রভু, আর,
রাসূলের (সা:) শাফায়াত কামনায়।
জীবনের সকল সুখ-শান্তি, প্রভু তোমারই ইচ্ছায়
নিরাশ আঁধারে প্রভু তুমি আমার সহায়।
দাও, দেহ মনের বল ঈমানের জোরে, ইসলামী
জৌলুসে আমার নিয়ত জিকির প্রার্থনায়।
খুলনা গেজেট/ বিএম শহিদুল