খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

মণিরামপুরে ৬ ব্যবসায়ীকে জরিমানা

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রি ও লাইসেন্স না থাকার কারণে এবং বেশী দামে আলু বিক্রিসহ মূল্য তালিকা না থাকায় ফার্মেসী, কাঁচামাল ব্যবসায়ীসহ ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ও সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধূরী যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার চিনাটোলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স না থাকার দায়ে ফার্মেসী মালিক রমেশ কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, সরকার নির্ধারিত মূল্য ছাড়া বেশী দামে আলু বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কাঁচামাল ব্যবসায়ী এখলাস হোসেন, আলাউদ্দিন, রওশন আলী, ও শফিকুল ইসলাম প্রত্যেককে ৫শ’ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া হার্ডওয়ারের দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দোকান মালিক মেহেদী হাসানের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ছয় ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!