যশোরের মণিরামপুরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামে ব্যবসায়ী আজাদুল ইসলামকে কুপিয়ে নগদ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
আহত আজাদুল স্থানীয় মধুপুর বাজারে একজন মুদি, বিকাশ ও নগদ এজেন্ট ব্যবসায়ী। এদিন রাতে দোকান প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মৃত হক সাহেবের বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তারা আজাদুল ইসলামের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
খুলনা গেজেট/ টিএ