যশোরের মণিরামপুরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে পিতা-পুত্রসহ ৩ জনকে পিটিয়ে গুরুত্বর জখম করেছে ভাই ও ভাইপোরা। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিজয়রামপুর গ্রামের আব্দুল খালেক (৭৫) ও তার ভাই আব্দুল মালেক (৭০) এর মধ্যে ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি থেকে গাছ কাটা নিয়ে দু’পরিবারের মধ্যে উত্তেজনাসহ কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায় কাঠকাটা কুড়াল ও লোহার রড দিয়ে ছোট ভাই আব্দুল মালেকের নেতৃত্বে তার দু’ছেলে আরিফ হোসেন, শরিফ হোসেনসহ অন্যান্যরা হামলা চালিয়ে বড় ভাই আব্দুল খালেক, পুত্র আনিচুর রহমান ও ওলিয়ার রহমানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে আনিচুর ও ওলিয়ারকে আশংকাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
আহত আব্দুল খালেক জানান, হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/ টি আই