খুলনা, বাংলাদেশ | ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত; নেয়া হয়েছে রাজশাহী মেডিকেলে

ভোমরা স্থল বন্দর দিয়ে প্রবেশ করলো কাঁচা মরিচের প্রথম চালান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কাঁচা মরিচের ঝাজে নাকাল সাতক্ষীরাসহ পুরো দেশবাসী। মাত্র ১০ দিনের ব্যবধানে সাতক্ষীরার পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা। রোববার ( জুলাই) শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি বাজারে কাঁচা ঝাল প্রকারভেদে বিক্রি হয়েছে ৫০০ ৫৫০ টাকা কেজি দরে।

তবে স্বস্তির কথা টানা পাঁচদিন বন্ধ থাকার পর আমদানিরপ্তানির শুরু থেকেই রোববার ( জুলাই) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এদিন দুপুর ১২টার পর ৬টি কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দ্রুত এর প্রভাব বাজারে পড়তে শুরু করবে বলে আশা করছেন ব্যবসায়িরা।

এদিকে রোববার সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে গিয়ে দেখা গেছে কাঁচা ঝাল প্রকারভেদে ৫০০ ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুরো পাইকারি বাজারের মধ্যে মাত্র / জন পাইকার কাঁচা মরিচ বিক্রি করছেন। খুচরা বাজারে বাজারে এই মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা কেজি দরে। কোন কোন দোকানী আবার ১০০ গ্রাম কাঁচা মরিচ ৭০ টাকায় বিক্রি করছেন। অথচ মাত্র ১০ দিন আগেও পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা।

হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে জানতে চাইলে বিক্রেতারা বলেন, বাংলাদেশে কাঁচা মরিচেরযোগান কম। এছাড়া গত কয়েকদিন অতি বৃষ্টি হওয়ায় দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। যার কারণে আমরা দেশি কাঁচা মরিচ পাচ্ছি না। এজন্য দামটাও বেশি।

সাতক্ষীরা বড়বাজারের কাঁচামরিচ বিক্রেতা প্রশান্ত দাশ জানান, বৃষ্টির কারণে ঝালের উৎপাদন কমে গেছে। তাই দামও বেড়েছে। কারণ আমরা দেশি ঝাল পাচ্ছি না। আর ভারত থেকে ঝাল আসলে দাম কমে যাবে। তবে ঝালভেদে দামে কিছুটা হের ফের আছে বলে জানান তিনি।

অপরদিকে দেশে কাঁচা মরিচের বাজার অস্থিতিশিল পরিস্থিতির মধ্যে রোববার ( জুলাই) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। ৬টি ট্রাবে ৬০ টনের মতো কাঁচা মিরচ রয়েছে বলে জানা গেছে।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মুল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজির দাম পড়বে প্রায় ৫০ টাকা। দেশে মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা সম্ভব হবে।
ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি ৩০/৪০ ট্রাক কাঁচা ঝাল বাংলাদেশে ঢোকে এবং এমনিভাবে দেশের অন্যান্য বন্দর দিয়েও ঢুকলে সপ্তাহের মধ্যে দেশে কাঁচা ঝালের দাম নিয়ন্ত্রণে আসবে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান জানান, দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম এবার স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে। ৫দিন বন্ধ থাকার পরে রোববার প্রথম দিনেই পর্যন্ত ৬ট্রাক কাচা ঝাল বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের যথেষ্ট এলসি আইপি পারমিশন আছে। আগামী কাল থেকে প্রতিদিন ২০/২৫ ট্রাক কাঁচা ঝাল ঢুকবে। তখন বাজারে একটা স্থিতিশীল অবস্থা চলে আসবে।

তবে স্থলবন্দরের অপর একটি সূত্রের দাবি, শুল্ক কর্মকর্তাদের অনুপস্থিতি সার্ভার জটিলতায় দুপুর একটার আগে কাঁচা মরিচের ট্রাক খালাসের অনুমতি মিলেনি। মরিচ আটকে যাওয়ায় ব্যবসায়িরা ক্ষোভ প্রকাশ কররছেন। তারা এর পেছনে সিন্ডিকেটকেই দায়ী করছেন।

প্রসঙ্গত, বর্ষা মৌসুমে দেশি কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। পাশাপাশি ব্যবসায়ি সিন্ডিকেটের কারসাজিতে দেশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি সাড়ে ৫শটাকা থেকে ৬শটাকা পর্যন্ত।

খুলনা গেজেট/এসজেড/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!