খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

ভৈরবে অবৈধ জেটি উচ্ছেদের দাবিতে ৩০ হাজার শ্রমিকের কর্মবিরতি, অচল নদী বন্দর

অভয়নগর প্রতিনিধি

যশোরের শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়া ভৈরব নদীতে অবৈধ জেটি উচ্ছেদ না হওয়ায় সোমবার দিনব্যাপী ৩০ হাজার শ্রমিক কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। এতে অচল হয়ে পড়ে নওয়াপাড়া নদী বন্দর। নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদী দখল করে নদী খেকো স্বার্থান্বেষী কতিপয় ব্যবসায়ীর নির্মিত সেই অবৈধ জেটি অদ্যবধি অপসারণ হয়নি। আর এ কারণে ক্ষোভে ফেঁটে পড়েছে নদী বন্দর সংশ্লিষ্ট প্রায় ত্রিশ হাজার শ্রমিক। তারা সোমবার সকাল থেকে সন্ধা পর্যন্ত নওয়াপাড়া নদী বন্দরে সকল প্রকার লোড-আনলোড বন্ধ রেখে নৌ-বন্দরকে অচল করার কর্মসূচি শুরু করেছে। সোমবার দিনভর সকল প্রকার কাজ বন্ধ রেখে হাজার হাজার শ্রমিক রাজপথে বিক্ষোভ করেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হাজার হাজার শ্রমিকের সংগঠন অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতারা দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন।

প্রয়োজনে এসকল নদী খেকোদের হাত থেকে ভৈরবকে রক্ষা করে তাদের রুটি রুজির স্থান স্বাভাবিক রাখতে কঠোর থেকে কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে শ্রমিক নেতৃবৃন্দ মন্তব্য করেছেন।

তাদের অভিযোগ, নদী খেকো ওই সকল স্বার্থান্বেষী ব্যবসায়ীরা নদীর প্রায় ৩০ ফুট দখল করে অবৈধভাবে জেটি নির্মাণ করে নদীর নাব্যতা ও স্রোতধারা চরমভাবে বাঁধাগ্রস্থ করে আসছে। যে কারণে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। ফলে নওয়াপাড়া নৌবন্দরের ভবিষ্যত নিয়ে শংকিত হয়ে পড়েছেন তারা। তাদের মন্তব্য নদী না বাঁচলে বাঁচবে না নওয়াপাড়া নৌবন্দর। আর নৌবন্দর সচল না থাকলে তাদের পরিবার পরিজন নিয়ে নামতে হবে পথে।

শ্রমিকরা আক্ষেপের সাথে বলেন, ‘এই নদীকে ঘিরেই আমরা পরিশ্রম করে পরিবারের মুখে আহার তুলে দেই, অসুস্থ মা-বাবা, ভাই-বোন বা স্ত্রী সন্তানের চিকিৎসার ব্যবস্থা করি, সন্তানদের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠাই। আর এসব কিছুর পেছনে চালিকা শক্তি এই ভৈরব নদী। এই নদীর উপর এমন উলঙ্গ থাবা বিস্তার রোধ করতে এবং অবৈধ জেটি অপসারণসহ নদী রক্ষায় আমাদের দাবি আদায়ে জীবন পণ করে সংগ্রাম করে যাবো।’

শ্রমিকরা দুঃখ প্রকাশ করে বলেন, ‘নদীর বুকের উপর অবৈধভাবে নির্মাণ করা জেটি অপসারণসহ নদী রক্ষার দাবিতে বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করলেও তাতে কর্ণপাত করেনি ওই সকল ব্যবসায়ীরা। কিংবা টনক নড়েনি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের। বিআইডব্লিউটিএ বা নদী রক্ষায় নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তারা বিশেষ কারনে চুপ থেকেছে। আর এ কারণে অবৈধ জেটি অপসারণসহ দাবি আদায়ে তারা নদী বন্দর অচল করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সোমবার শ্রমিকদের পক্ষ থেকে বিআইডব্লিউটিএ নওয়াপাড়া অফিসে স্মারকলিপি প্রদান করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!