খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

ভারপ্রাপ্ত দিয়ে চলছে চিতলমারীর ৭ শিক্ষা প্রতিষ্ঠান

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭ টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক দিয়ে চলছে। এরমধ্যে ২টি কলেজ ও ৫ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

অচিরেই খালি হবে আরও ৫ থেকে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককের পদ। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্তদের চলার কারণে প্রতিষ্ঠান গুলোতে বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। সেই সাথে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান সভা-সেমিনার ও কাজে ব্যস্ত থাকায় পাঠদান মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। সোমবার (২৫) সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে এ সব তথ্য নিশ্চিত করেছে।

ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান দিয়ে চলা কলেজ ও বিদ্যালয় গুলো হলো শেরে বাংলা ডিগ্রি কলেজ, বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজ, চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, স.ম. রকিবুজ্জামান উচ্চ বিদ্যালয়, নবপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়।

স.ম. রকিবুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলক চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমি ৫ মাস ধরে দায়িত্বে আছি। কমিটি কবে প্রধান শিক্ষক নিয়োগ দেবেন সেটি তাদের ব্যাপার।’

বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারুল রানী সরকার বলেন ‘এ কাজে আমি নতুন। বুঝতে-শুনতে একটু সময় লাগবে। এছাড়া আমাদের শিক্ষক সংকট রয়েছে। তাই শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে।

এ সব ব্যাপারে জানতে চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নেছাকে দুই বার ফোন দিলে তিনি ও একই কথা বলেন। তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। আপনি পরে ফোন দিন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!