বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.)লিমিটেড (বিআইএফপিসিএল-রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী আর সারাঙ্গাপানি। সোমবার (১০ মার্চ) দুপুরে বিআইএফপিসিএল’র উপ-মহাব্যবস্থাপক-জনসংযোগ আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৯ মার্চ) তিনি এই পদে যোগদান করেন।
প্রকৌশলী আর সারাঙ্গাপানি ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি পাটিয়ালার থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বি.ই (ইলেকট্রনিক্স-কন্ট্রোল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন) এবং আইআইএম, লক্ষ্ণৌ থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক ডিগ্রি অর্জন করেন। তিনি আইআইএম, লক্ষ্ণৌ অ্যালামনাইয়ের একজন সদস্য।
তিনি ১৯৮৮ সালে এনটিপিসিতে যোগদান করেন এবং বিভিন্ন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং এবং পরিচালনায় তার প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। শিল্প অটোমেশন সিস্টেমের সাইবার নিরাপত্তার জন্য IEC 62443-2-4 স্ট্যান্ডার্ড প্রণয়নে সারাঙ্গাপানি ছিলেন একজন বিষয়ভিত্তিক লিডার এবং দলের একমাত্র ভারতীয় সদস্য। তিনি এনটিপিসি -এর ডিজিটাল রোডম্যাপ তৈরির জন্য ডিজিটাল ট্রান্সফর্মেশন টিমেরও নেতৃত্ব প্রদান করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলের বাবা।
এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি এনটিপিসি লিমিটেড, ভারতের নির্বাহী পরিচালক (ব্যবসা উন্নয়ন- দেশীয় ও আন্তর্জাতিক এবং পরামর্শ) হিসেবে দায়িত্ব পালন করেন। একই সাথে তিনি প্রতিষ্ঠানের জন্য প্রচলিত এবং নতুন, উদ্ভাবনী এবং যুগান্তকারী ব্যবসায়িক সুযোগ উভয় ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নিয়োজিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে