দিনকয়েক আগেই পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার। এবার সেই ক্লাবের হয়ে ভারতে খেলতে যাবেন এই ব্রাজিলিয়ান তারকা। মূলত আল হিলালকে হাতছানি দিচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আদলে এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এই লিগ। প্রতিবছরই নিয়মিত অনুষ্ঠিত হয় এই লিগ।
এবার নেইমার, রোনালদো, বেনজেমা কিংবা সাদিও মানেদের উপস্থিতির কারণেই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠাঁই করে নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র হয়। যেখানে মুম্বাই সিটি এফসির গ্রুপে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এই ক্লাবেই সম্প্রতি যোগ দিয়েছেন নেইমার। হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হওয়ায় সাবেক এই প্যারিসিয়ানকে দেখা যাবে ভারতের মাটিতেই। ‘ডি’ গ্রুপে নেইমারদের আল হিলাল ছাড়াও মুম্বাই এফসির প্রতিপক্ষ হিসেবে থাকছে ইরানের ক্লাব নাসসাজি মাজানদারান এফসি ও উজবেকিস্তানের ক্লাব নাভাহোর নামানগান।
তবে টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি এখনও তৈরি হয়নি। যে কারণে ‘ডি’ গ্রুপের অ্যাওয়ে ম্যাচ খেলতে কখন নেইমারের আল আহলি মুম্বাই আসবে, সেটা জানা যায়নি। ‘ডি’ গ্রুপে আল আহলি এবং মুম্বাই সিটির মুখোমুখি হবে ইরানের ক্লাব আল নাস্সাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব পিএসসি নাভবাহর নামানগান।
২০২২-২৩ মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে মুম্বাই সিটি এফসি। এশিয়া ফুটবল ফেডারেশনের নতুন নীতিমালা অনুযায়ী ভারতীয় লিগের চ্যাম্পিয়ন ক্লাব সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারবে এই মৌসুম থেকেই। আর মুম্বাই সিটিই প্রথম দল হিসেবে এমন সুযোগ পেয়েছে।
খুলনা গেজেট/ টিএ