খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট
  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ভারতের সোসাইটি অব এক্সটেনসন এডুকেশন ফেলো অ্যাওয়ার্ড পেলেন খুবির প্রফেসর ড. বশীর

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ ভারতের ”’Society of Extension Education (SEE) Fellow Award” এ ভূষিত হন। তিনি Teaching, Research and Extension Management in the Field of Agricultural Science এ তাঁর Outstanding Contribution এর জন্য এ Award প্রাপ্ত হন।

ভারতের জয়পুর, রাজস্থানে SEE ও SKNAU Agriculture University এর যৌথ উদ্যোগে গত ১৮-২০ ডিসেম্বর অনুষ্ঠিত 1st International Extension Education Congress 2023 তাকে এ Award দেওয়া হয়। উক্ত Congress Rajasthan Agriculture Research Institute জয়পুর এ অনুষ্ঠিত হয়। এছাড়াও তিনি তাঁর ”Adoption of Climate Resilient Cropping Pattern for Sustainable Crop Production” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট Thematic Area তে 2nd Best Oral Presentation Award প্রাপ্ত হন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!