খুলনা, বাংলাদেশ | ২৫ ভাদ্র, ১৪৩১ | ৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
  দুদকের ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালক পদে রদবদল
  ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ- পরিবেশ উপদেষ্টা
  খুলনাসহ ২৫ জেলায় নতুন ডিসি
  প্রতিবেশি দেশের সাথে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত, অভিযোগ ফখরুলের

ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, যশোর

মাসিক ৭ হাজার টাকা ভাতা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়। এ কর্মসূচি হাসপাতালের কর্মরত ইন্টার্ন নার্সরা অংশ গ্রহণ করে।

এ সময় ইন্টার্ন নার্সরা জানান, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে কাজ করে গেলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্নশিপ চলাকালীন তাদেরকে কোনো ভাতা দেয়া হচ্ছে না। তাদের এ দাবি দীর্ঘদিন আদায় না হওয়ায় তারা শেষ পর্যন্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয়া হয়।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!