যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে জোয়ারধারা টিআরএম (ট্রাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুর দাবিতে দূর্গতরা অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার বেলা ১১টায় যশোর কালেক্টরেট চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় শত শত নারী পুরুষ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে।
বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্পের বিকল্প নেই। কিন্তু এ অঞ্চলের লাখ লাখ মানুষকে জিম্মি করে ও তাদের দুর্দশাকে পুজি করে লুটপাট চালাতে ৮শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পে বিশেষজ্ঞ ও স্থানীয় জনমতকে উপেক্ষা করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, যশোরের তিনটি উপজেলার মানুষের দুর্ভোগ ভবদহের জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে টিআরএম বাস্তবায়ন করতে হবে। নতুবা দুর্গত এলাকার মানুষের আত্মহুতি দেয়া ছাড়া বিকল্প কোন পথ থাকবে না।
অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন ওয়ার্কার্সপার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, ভবদহ আন্দোলনের নেতা রণজিৎ রাওয়ালি, আব্দুল হামিদ গাজী, সুকৃতি রায়, কার্ত্তিক বকসি, ইলিয়াস হোসেন, শেখর চন্দ্র বিশ্বাস, শিরিন সুলতানা সোহেলী প্রমুখ। অবস্থান কর্মসূচি শেষে নেতৃবৃন্দ টিআরএম দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্মারকলিপি গ্রহণ করে আন্দোলনরতদের উদ্দেশ্যে জানান, তিনি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত ও ব্যবস্থা গ্রহণ করবেন। পরে দুপুর ২টার দিকে আন্দোলনরতরা অবস্থান কর্মসূচি শেষ করে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
খুলনা গেজেট/এনএম