খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাজিলকে ৫ গোল দিয়ে চ্যাম্পিয়ন প্যারাগুয়ে

গেজেট ডেস্ক

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ব্রাজিল। রোববার (১৩ আগস্ট) প্যারাগুয়ের বিপক্ষে ৫-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে সেলেসাওরা।

২০১৭ সালে অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ব্রাজিল দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির রানার্সআপ হয়েছে। ২০১৯ সালেও ফাইনাল হেরে রানার্সআপ হয়েছিল তারা।

এর আগে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে। আর গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ১০ গোলের ব্যবধানে হারিয়েছিল তারা। তাছাড়া গ্রুপ পর্বে কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলাকেও হারিয়েছিল ব্রাজিল।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত ছিল সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই হোঁচট খেল তারা।

 

খুলনা গেজেট/ বিএম শহিদুল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!