খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
কাস্টমসের স্ক্যানিং মেশিন অচল ২ মাস

বেনাপোল চেকপোস্টে চেকিং হচ্ছে না যাত্রীদের ব্যাগেজ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত কাস্টমস কর্তৃক পরিচালিত স্ক্যানিং মেশিনটি আজ দুইমাস যাবৎ অচল হয়ে পড়ে রয়েছে। চেকিং কাজে ব্যবহারিত স্ক্যানিং মেশিনটি অচল থাকায় চেকিং হচ্ছেনা যাত্রীদের ব্যাগেজ।

শনিবার (২৬ আগষ্ট ) বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান রানু স্ক্যানার মেশিন অচলের তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ থেকে ভারত গামী যাত্রীদের কোন ব্যাগেজ তল্লাশী না হওয়ায় বেড়ে গেছে ব্যাগেজ ব্যবসায়ীদের তৎপরতা।
অনায়াসে পাচার হচ্ছে ব্যাগেজ রুল বহির্ভুত মালামাল। আর এ সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যাগেজ ব্যাবসায়ীরা তৎপর হয়ে উঠেছে। তারা লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েক ঘন্টা পর বা পরের দিন বাংলাদেশ থেকে ব্যাগেজ রুল বহির্ভুত মালামাল নিয়ে ভারতে যাচ্ছে । এ ম্যাশিনটি অচল থাকার ফলে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন তেমনি তল্লাশী কার্যক্রম ব্যাহত হওয়ায় বাড়ছে চোরাচালানের আশঙ্কা।

তবে কাস্টমস কর্তৃপ বলছেন স্ক্যানিং মেশিনটি সচলের সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

বেনাপোল দিয়ে ভারতে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে চিকিৎসা ও ব্যবসায়ীক কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথে যাতায়াত করে থাকে। কাস্টমস চেকপোস্ট ভবনে চোরাচালান প্রতিরোধে রয়েছে দুটি স্ক্যানিং মেশিন। এর একটি বহির্গমন যাত্রীদের জন্য বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত যাওয়ার পথে ব্যাগেজ স্কানিং করা হয়ে থাকে। আর আগমনি যাত্রীদের জন্য রয়েছে চেকপোস্ট কাস্টমসে ভারত থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশীর কাজে।

ভারত ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশীর কাজে ব্যবহৃত কাস্টমসের স্কানিং মেশিনটি সচল রয়েছে। এতে তল্লাশী কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা শারমীন জাহান রানু জানান, অচল স্ক্যানিং মেশিনটি সচলের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। চায়না থেকে যন্ত্রপাতি আসছে। খুব দ্রুত সচল হবে। আপাতত অচল থাকা ভারত যাওয়া যাত্রীদের ব্যাগেজ তল্লাশীর কাজে ব্যবহৃত স্ক্যানিং মেশিনটি কাজ না হওয়ায় যাত্রীদের ব্যাগ হাত দিয়ে তল্লাশি করা হচ্ছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!