যশোরের বেনাপোল কাস্টমস হাউসের ভোল্ট ভেঙে প্রায় ২০ কেজি স্বর্ণ চুরি মামলায় ভোল্ট ইনচার্জ ও কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা শাহিবুল সর্দারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু সিআইডি পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড আবেদনের পর এ আদেশ দেন। আটক শাহিবুল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাধুঁলী খালপাড়ার মৃত জালাল সরদারের ছেলে।
২০১৯ সালের ৭ নভেম্বরের রাত ৮ টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যে কোন সময় বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের তালা ভেঙ্গে চোরেরা ফাইল ক্যাবিনেট খুলে ১৯ কেজি ৩শ’ ১৮.৩ গ্রাম সোনা চুরি হয়। যার মুল্য ১০ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৩শ’ ৬২ টাকা। এ লকারের চাবি শাহিবুলের কাছেই থাকতো। চুরি হওয়া লকারের তালা অক্ষত ছিল। এছাড়া ওই লকারের ৩য় ড্রয়ারে আরো সাত কেজি সোনা অক্ষত ছিল। ওই গোডাউনের আরেক আলমারিতেও প্রায় চার কোটি টাকার বিভিন্ন মূল্যবান মালামালও অক্ষত ছিল। এ ঘটনার সময় সিসি ক্যামেরা ছিল বন্ধ। এসব বিষয় বিবেচনায় প্রথমে কর্তৃপক্ষ শাহিবুলকে সাময়িক বরখাস্ত করে। এরপর পুলিশ তাকে আটক করে।
যশোর সিআইডি পুলিশের পরিদর্শক হাসান ইমাম আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খুলনা গেজেট/এ হোসেন