ভারতে পাচার কালে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এলাকা থেকে বুধবার (২০ জুলাই) সকাল ১১ টার দিকে সাড়ে ৮০০ গ্রাম সোনার গহনা সহ এক পাসপোর্ট যাত্রী আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।
আটক পাসপোর্ট যাত্রীর নাম উম্ম সালমা। তিনি ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর – EE 0918985.
বেনাপোল কাস্টমসের গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, ডিজি মহোদয়ের নিকট থেকে আমরা জানত পারি সকালে একজন পাসপোর্টধারী যাত্রী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান স্বর্ণ নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা সকাল থেকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস এলাকায় অবস্থান করি এবং পাসপোর্ট যাত্রী উম্মে সালমা নামে এক যাত্রীকে নজরদারীতে রাখি। যাত্রী উম্মে সালমা কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের পূর্বে তার গতিরোধ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে সোনা থাকার বিষয়টি স্বীকার না করলে ও পরবর্তীতে তার কাছে থাকা ব্যাগের মধ্যে তল্লাশি করে পাকা সোনার তৈরী ১০ টি চুড়ি ও একটি মোটা চেইন পাওয়া যায়।
আটককৃত স্বর্ণের ওজন ৮৪৩ গ্রাম। যার সিজার মুল্য ৫৫ লাখ টাকা। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হবে এবং যাত্রীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ এস আই